সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সদর উপজেলার ডুলুরা বিওপি ক্যাম্পের সুবেদার মোঃ আব্দুল বারেক মোল্লা এর নেতৃত্বে একটি টহল দল গতকাল মঙ্গলবার বিকেলে সীমান্ত পিলার ১২১২/৫-এস এর নিকট হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাজান চলতি নদী হতে সরকার কর্তৃক অবৈধ ৩টি ড্রেজার মেশিন, ৩টি চ্যাসিস, ৩টি পাম্পসহ বিয়ারিং, ১০৫ ফুট পাইপ এবং ৩টি কাঠের নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৬,৬৩,০০০/- টাকা।
অপরদিকে গতকাল সকাল সাড়ে ১০ পায় ডুলুরা ক্যাম্পের সুবেদার মোঃ আব্দুল বারেক মোল্লা এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১২১২/৫-এস এর নিকট হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাজান চলতি নদী হতে সরকার কর্তৃক অবৈধ ৪টি ড্রেজার মেশিন, ৪টি চ্যাসিস, ৪টি পাম্পসহ বিয়ারিং, ১৪০ ফুট পাইপ, ০৪টি কাঠের নৌকা এবং ০১টি ১২ ভোল্ট ব্যাটারী আটক করে, যার আনুমানিক মূল্য ৯,৮৪,০০০/- টাকা।
বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত ড্রেজার মেশিন, চ্যাসিস, পাম্পসহ বিয়ারিং, পাইপ, কাঠের নৌকা এবং ১২ ভোল্ট ব্যাটারী ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত মালামাল আটক করে। ২৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এস এম আবুল এহসান, পিবিজিএম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply