এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের হতদরিদ্রদের মধ্যে বিজিএফ বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার ৯ নং ওয়ার্ডের চাল বিতরণ করার সময় কার্ডধারীদের চাল গ্রহণ করতে পথে বসে বাধা দিয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আলতাব হোসেন। বাধা বিপত্তি উপেক্ষা করে ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ কার্ডধারীদের মধ্যে বিজিএফের চাল বিতরণ করেছেন।
৯নং ওয়ার্ডের বিজিএফ কার্ডধারী খাগুড়া গ্রামের বাসিন্দা সমুজ আলী বলেন, চাল নিতে ওয়ার্ড মেম্বার আমাদের নিষেধ করেন। বুধবার আমরা ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে চাল গ্রহণ করেছি।
মিরপুর গ্রামের কার্ডধারী রজব আলী বলেন, আমরা চাল গ্রহণ করেছি। কিন্ত ওয়ার্ড মেম্বার আমাদের চাল নিতে বাধা দিয়েছেন।
ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ বলেন, বুধবার ৯নং ওয়ার্ডের বিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আলতাব হোসেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে কার্ডধারীদের আটকানোর চেষ্টা করেন। ২০/২৫ জন ছাড়া সব কার্ডধারীদের চাল ইতোমধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে।
তবে ওয়ার্ড মেম্বার আলতাব হোসেন জানতে চাইলে কার্ডধারীদের বাধা নিষেধ প্রদানের বিষয়টি এড়িয়ে যান। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, বিজিএফ বিতরণের কথা বলেছেন চেয়ারম্যান। তবে ইউপি সদস্য কর্তৃক বাধা দানের বিষয়টি খতিয়ে দেখা হবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply