সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
জনপ্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপুর্তি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর উদ্যোগে একটি র্যালী শহর প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সেলিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, দৈনিক সুনামগঞ্জের সময়ে’র নির্বাহী সম্পাদক, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক কালেরকন্ঠ ও ৭১ টিভি’র প্রতিনিধি শামস শামীম।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক যায় যায় দিনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের অন্যতম সদস্য ঝুনু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সিলেট বাণী প্রতিনিধি মাসুক মিয়া, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক আল হেলাল, বার্তা সংস্থা ইউএনবি ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক অরুন চক্রবর্তী, দৈনিক জনকন্ঠ ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী,
দৈনিক সুনামগঞ্জের সময়ে’র সহ সম্পাদক ও দৈনিক জালালাবাদের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, বিশ্বজিৎ সেন রায় পাপন, ডিবিসি নিউজ টিভি’র প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, বাংলা নিউজ প্রতিনিধি আশিকুর রহমান পীর, দৈনিক সুনামগঞ্জের সময়ে’র স্টাফ রিপোর্টার রুজেল আহমদ, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার শহীদনুর আহমেদসহ অন্যান্য গণমাধ্যমকর্মীবৃন্দ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply