উসমান গনি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাটলী ইউনিয়নে পাটলী মাঝপাড়া সুপার স্টার ক্রিকেট ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৬ জুন) পাটলী দারুল উলুম মাদ্রাসার হল রুমে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাঝপাড়া সুপার স্টারের খেলোয়াড় ও গ্রামের মুরব্বীদের মধ্যে ফরিদ মিয়া, সুহিন মিয়া, ছোটন মিয়া, আমিনুর রহমান রাসেল, কাওছার মিয়া, ছানু মিয়া, জয়নুর মিয়া, মুজাহিদ মিয়া, জুয়েল, কাইয়ুম, উসমান গনি, ছামির আলি, মাহির,আবু খালেদ,রুকন আলী, রিয়াজ, করিম ও জমির প্রমুৃখ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply