হেলাল আহমদ, ছাতকঃ
ছাতকে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, শাখা সভাপতি এম এ হোসাইন সালেহী।
সাধারণ সম্পাদক হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক সভাপতি কবি শামস মাহবুব ও ছাতক উত্তর উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক তারেক আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক শিরন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল তাজ, সহ-প্রচার সম্পাদক ইহাদ আলী, প্রশিক্ষণ সম্পাদক সায়েম আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুর রউফ, সদস্য বিলাল আহমদ, ফয়েজ আহমদ নোমান, লাকেশ্বর বাজার আঞ্চলিক শাখা তালামীযের প্রচার সম্পাদক রেজাউল ইসলাম রাজা, ছাতক উত্তর উপজেলা তালামীযের সদস্য শামীম আহমদ, গোপালনগর আঞ্চলিক শাখা তালামীযের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হাসান প্রমুখ। মাহফিলে দোয়া পরিচালনা করেন কবি শামস মাহবুব।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply