শেখ সাহেদ আহমদঃ
সিলেট বিভাগের সর্ববৃহত সামাজিক সংগঠন “স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ” উদ্যোগে এসডি কোরআনের আলো ২০১৮( সিজন ২) এর পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলে অনুষ্টিত হয় গতকাল মঙ্গলবার (৫জুন) মৌলভীবাজার শহরের জাহাঙ্গীর কমিউনিটির সেন্টারে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ শাহেদ আলীর সভাপতিত্বে এবং আহমেদ রনি ও সাইফুর রহমানের যৌথ উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অাল্লামা হুসাম উদ্দিন চৌধুরী সাহেব(ছাহেব জাদায়ে ফুলতলী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সামছুল ইসলাম সাহেব,মাও:সাইদুর রহমান (ছাহেব জাদায়ে বরুনী),অালহাজ্ব ফজলুর রহমান,মেয়র মৌলভীবাজার পৌরসভা,হাফিজ অালাউর রহমান টিপু ভাইস চেয়ারম্যান মৌলভীবাজার সদর উপজেলা,বাংলাদেশ অাওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ন:সাধারন সম্পাদক নওশের অালী খোকন,মো:সামছুল ইসলাম সাহেব,
সভাপতি বাংলাদেশ অাওয়ামী সেচ্ছাসেবকলীগ মৌলভীবাজার সদর উপজেলা,অারও উপস্থিত ছিলেন স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ বুরহান উদ্দিন রুপক,সাধারন সম্পাদক মোঃ রুকন মিয়া ও প্রোগ্রাম চেয়ারম্যান জহিরুল ইসলাম নোবেল,সিনিয়র সহঃসভাপতি মোঃসফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অাব্দুস সামাদ অাজাদ সহ স্বপ্নের ঢেউ ফাউন্টেনের সকল নেতৃবৃন্দগন।
স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের ১ম পুরস্কার ২০,০০০ টাকা, ২য় পুরস্কার ১০,০০০ টাকা এবং ৩য় পুরস্কার ৫০০০ টাকা বিজয়ীদের মধ্যে প্রদান করা হয়।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply