আজকের স্বদেশ ডেস্ক::
চট্টগ্রাম বন্দরে একটি বিদেশি জাহাজের ক্যাপ্টেন জাহাজ থেকে কণর্ফুলী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন।
সোমবার রাত পৌনে ৯টার দিকে বন্দরের সাত নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।
বন্দর কর্মকর্তারা জানান, মার্কোপোলস ভেসিলিয়াস (৫৭) নামের ওই ক্যাপ্টেন সাইপ্রাসের পতাকাবাহী এমভি ইভিনিয়া জাহাজে ছিলেন।
স্টিল পাইপ ও যন্ত্রপাতি নিয়ে চীন থেকে আসা জাহাজটি সোমবার বন্দর জেটিতে ভিড়ে। জাহাজের পানির নিচের অংশের দৈর্ঘ্য পরিমাপের জন্য ঝুলন্ত সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে যান ওই ক্যাপ্টেন।
দুর্ঘটনার পরই নৌবাহিনী ও কোস্টগার্ড নিজস্ব জলযান নিয়ে এবং বন্দরের টাগবোট কান্ডারি-১২ উদ্ধার অভিযান শুরু করলেও নিখোঁজ ক্যাপ্টেনের সন্ধান মেলেনি।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply