আন্তর্জাতিক ডেস্ক::
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতি বোমা হামলা হয়েছে। এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার কাবুলের পলিটেকনিক ইউনিভার্সিটির কাছে আলেমদের একটি সমাবেশে এই বোমা হামলা করা হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, আজ সোমবারের (৪ জুন) এই আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
তিনি বলেন, হামলাকারীরা পায়ে হেঁটে ইউনিভার্সিটি গেটের কাছে এসে এই হামলা চালিয়েছে।
জানা গেছে, সন্ত্রাসবাদের সমালোচনা করতে আলেমরা ওই সমাবেশে একত্রিত হয়েছিলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।
সূত্র: আল-জাজিরা
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply