প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০১৮, ১২:১৭ এ.এম
নবীগঞ্জের পাহাড়ী অঞ্চলে বিদ্যুতের অালো পেয়ে অানন্দিত পানিউম্দা লতুয়াপাড়াবাসী
নবীগঞ্জ প্রতিনিধি::
প্রায় ৩৯ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলের ৫০ টি পরিবারকে জননেত্রী শেখ হাসিনা'র উপহার ঘরে ঘরে বিদ্যুত এর অাওতায় নিয়ে অাসেন দেওয়ান মিলাদ গাজী।
গতকাল বৃহস্পতিবার ইফতার পূর্ববর্তী সময়ে নবীগঞ্জের পানিউম্দা লতুয়াপাড়ায় বিদ্যুতের সুইচ টিপে শুভ উদ্বোধন করেন শাহ নেওয়াজ মিলাদ গাজী।
উপজেলা যুবলীগ নেতা অনু অাহমদের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পানিউম্দা ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি ও বার বার নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির এ জি এম রুহুল অামিন,অারজদ অালী মেম্বার,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ মুহিত মিয়া, মোঃ অালফু মিয়া, উলামালীগ সভাপতি ক্বারী অাঃ মুমিন জিহাদি, ছাত্রলীগ নেতা খালেদ অাহমদ, সাকিব অাহমদ, মোগল মিয়া, নুরুল অামিন রিয়ান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
Copyright © 2025 Ajker Shodesh আজকের স্বদেশ . All rights reserved.