পঞ্চগড় প্রতিনিধি::
পঞ্চগড়ে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে আটকের পর মাদকাসেবী কাজল শেখ (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গত রাত সাড়ে ১০ টার সময় ডিবি পুলিশের গোপনে একি দল পৌর শহরের বানিয়া পাড়া এলাকায় গাজাসহ ওই মাদকসেবীকে আটক করা হয়।
আটকের পর মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে নিয়ে যাওয়ার সময় ওই মাদকাসক্ত ব্যাক্তি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক ডিবি পুলিশ তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ডিউটিরত চিকিৎসক তার অসুস্থের কথা বললে সে জানায় আমার বুকে ব্যাথা করিতেছে। ব্যাথা ও গ্যাসের ঔষধ তাকে খাওয়ার পর কিছক্ষনের মধ্যে ওই মাদকসেবীর শরীর ঘেমে যাওয়ার পর রাত ১১ট ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।
জানা যায় মাদকসেবী কাজল শেখ পৌর শহরের বানিয়া পাড়া এলাকার মৃতঃ হযরত আলীর ছেলে। পুলিশ সুত্রে জানা যায় গোয়েন্দা ডিবি পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে গোপনে একটি দল কজল শেখকে গাজাসহ আটক করে। আটকের পর মাদকসেবী ভয়ে আতষ্কে বুকে ব্যাথা হওয়ায় অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে পঞ্চগড় আধ্রনিক সদর হাসপাতালে নেয়া হলে ওই মাদকসেবীর মৃত্যু হয়।
মাদকসেবীর মৃত্যর খবর তার পরিবার জানলে তাৎক্ষনিক কাজল শেখের ভাই রুহুল আমিন বাবু হাসপাতালে গিয়ে দেখন তার ভাইয়ের মৃত্যু হয়েছে। রুহুল আমিন বাবু তিনি জানান আমার ভাই মাদকাসক্ত ছিল তার মৃত্যতে আমাদের কোন অভিযোগ নেই।
সহকারী পুলিশ সুপার (সার্কেল)পঞ্চগড় সুদর্শন কুমার রায় তিনি জানান কাজল শেখ অনেকদিন থেকে মাদকসেবন করে আসছিলেন। পুলিশের হাতে গাজাসহ আটকের পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তির পর তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলের ডিউটিরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডা, জিল্লুর রহমার তিনি জানান আটকের কারনে আতষ্কে হার্টফেল হয়ে কাজল শেখের মৃত্যু হওয়ার সমম্ভাবনা বলে ধারনা করেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply