জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌরশহরের মাহিমা রেস্টেুরেন্টে গতকাল শনিবার (২জুন) জগন্নাথপুর প্রেসক্লাব ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ওয়াহিদুর রহমান ওয়াহিদের সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাই এর পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল, প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,পিজিপি নিউজের সম্পাদক মন্ডলির সভাপতি আলহাজ্ব শাহ নুরুল করিম।
সভায় আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কায়েস চৌধুরী,সাংবাদিক মো.শাহজাহান মিয়া। সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবদুল তাহিদ, হুমায়ূন কবির ,সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল ওয়াহিদ, সাংবাদিক শাহ এসএম ফরিদ,হিফজুর রহমান তালুকদার জিয়া, গোলাম সারোয়ার,ইয়াকুব মিয়া, হুমায়ূন কবির ফরিদী,বিপ্লব দেবনাথ,জাকারিয়া আহমদ,ফখরুল ইসলাম,সুজাত আলী,দুলন মিয়া,জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য প্রমুখ।
ইফতার মাহফিলে দেশ জাতি ও ইসলামী উম্মার শান্তি ও কল্যান কামনা করে দোয়া করা হয়।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply