
দিরাই সংবাদদাতা ::
এতিম শিশুদের সুরক্ষা ও আন্তার্জাতিক ভাবে তাদের সমর্থন ও সচেতনতা বৃদ্ধির লক্ষে বিশ্ব এতিম দিবস উপলক্ষে বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ দিরাই উপজেলা শাখা আলোচনা সভার আয়োজন করে।
আজ রবিবার উপজেলা গনমিলনায়তনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়ার সভাপতিত্বে ও সানজিদা হক এবং ফারিয়া আক্তারের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান,প্রাণি সম্পদ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী,দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, হাঙ্গার প্রজেক্টের উপজেলা ম্যানেজার মাহবুব হোসেন, দিরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান অলেক,
দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, ইসলামিক রিলিফের উপজেলা ম্যানেজার মো. নাজমুল হাসান। বক্তব্য রাখেন নুরুন্নাহার,রুশনী বেগম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ অফিসের ফিল্ড প্রেগ্রাম অফিসার মো. জাকারিয়া। উল্লেখ্য ২০০১ সাল থেকে ইসলামিক রিলিফ উপজেলার ৫টি ইউনিয়নও ১টি পৌরসভার ৩০০জন এতিম শিশুকে ২৫০০টাকা করে আর্থিক অনুদান দিয়ে যাচ্ছে।
Leave a Reply