
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মালামালসহ এক পেশাদার সুইপিং ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিপুল পরিমান ভারতীয় মদ পাওয়া যায়।
জানা যায়, শনিবার সকাল প্রায় সাড়ে ১০টায় ছাতক সিমেন্ট ফ্যাক্টরীর সুরমা নদীর ঘাটে সিমেন্ট ডেসপাস এরিয়ায় আব্দুল করিম বদ্দা নামে এক পেশাদার সুইপিং (নদী পারাপারের সময় সিমেন্টের বস্তা কেটে ৫/৭কেজি করে কমানো) ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
সে একহাজার বস্তা অরিজিনাল সিমেন্ট থেকে আরো ১শ’ ব্যাগ বানিয়ে বিক্রি করতো। এসময় তার কাছ থেকে বিপুল পরিমান ভারতীয় মদ উদ্ধার করা হয়। এব্যাপারে ছাতক থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
Leave a Reply