ছাতক প্রতিনিধিঃ
ছাতকের ভাতগাঁও ইউনিয়নের একটি সরকারি সড়ক থেকে গাছ কেটে ফেলার অভিযোগ নিয়ে এলাকায় দুই গ্রুপের মধ্যে টান-টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।
জানা যায়, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ২০১৭/১৮ অর্থ বছরে ২লক্ষ ৫৬হাজার টাকা ব্যয়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচীর মাধ্যমে বাস্তবায়িত ইউপির শক্তিয়ারগাঁও গ্রামের মড়ল বাড়ির সড়ক থেকে প্রকাশ্যে পুর্বে ঘোষণা দিয়ে একই গ্রামের হোসেন মিয়া, সোহেল মিয়া, রবিউল ইসলাম, আব্দুল কাদির, আলী হুসেন, আনোয়ার মিয়া, আব্দুস শহীদসহ দলবদ্ধ একটি চক্র সড়ক থেকে গাছ কাটে।
এদের নামে ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন বাদি হয়ে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। এরপর থেকে এ অভিযোগ নিয়ে এলাকাবাসি মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
এব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী অফিসার নাছির উল্লাহ খান জানান, ইউপি চেয়ারম্যান লিখিত অভিযোগ আমি পেয়েছি, তবে এ অভিযোগটি ছাতক থানার অফিসার ইনচার্জ বরাবরে অভিযোগটি ফরওয়ার্ড করা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply