বিশেষ প্রতিনিধি::
জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত বাবুল বিশ্বাসের কারাগারে মৃত্যুর ঘটনা টির বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ। তবে তার মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় এসব তথ্য দেন অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ জুয়েল।
তিনি বলেন’ দক্ষিণ সুনামগঞ্জে বাবুল বিশ্বাস কে মাদকসহ গ্রেফতার করা হয়েছিলো, পরে কারাগারে তার মৃত্যু হয়, এ নিয়ে তদন্ত চলছে, তবে প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে, দক্ষিণ সুনামগঞ্জে এর আগেও তাকে ২০১৭ সালে ও ২০০৫ সালে জগন্নাথপুর থেকে তাকে মাদকসহ আটক করাহয়,আমরা মেডিকেল রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেবো, সরকার মাদক নির্মুলে কঠোর অবস্থানে রয়েছে, আমরা সুনামগঞ্জ কে মাদকমুক্ত করতে অভিযান পরিচালনা করছি, তথ্য দিয়ে গনমাধ্যম কর্মিসহ সকলের সহযোগিতা কামনা করছি এ বিষয়ে তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতা করে মাদক মুক্ত সুনামগঞ্জ জেলা গরতে সবাই সহযোগিতা করুন’।
জেলা পুলিশের তথ্যে অনুযায়ী শনিবার (২ জুন) পর্যন্ত সময়ে সারা জেলায় মোট ১১৯ জনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply