সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখতের উদ্যোগে শহরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের তরুণ ও পেশাজীবীদের নিয়ে র্যালিটি শহর প্রদক্ষিণ করে পৌর চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা নাদের বখত, জেলা আ.লীগের সহ সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড. খায়রুল কবীর রুমেন, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান সেলিম, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোয়েব চৌধুরী,
কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, জেলা শ্রমিক লীগের সদস্যসচিব সাইফুল ইসলাম মুবিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক শাহীন মিয়া, এডভোকেট মো. আবুল হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক রিঙ্কু চৌধুরী, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন। বক্তারা পৌর শহরের অভিভাবকদেরও মাদকবিরোধী অভিযানে শরিক হয়ে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীকে সহায়তার আহ্বান জানান। পাশাপাশি নীরিহ মানুষদের হয়রানি না করে প্রকৃত মাদক কারবারিদের গ্রেফতারের দাবি জানান। সমাবেশে নাদের বখত বলেন, সারা দেশে মাদক এখন ভয়াবহ অবস্থায় পৌছেছে।
কর্মক্ষম যুবশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। রাষ্ট্র ও পরিবারের সামনে এ এক অশনি সংকেত। প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান মাদকবিরোধী অভিযানকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করে তিনি এ বিষয়ে রাষ্ট্রের নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সততার সঙ্গে অভিযান পরিচালনা করে প্রকৃত মাদক কারবারিদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply