আজকের স্বদেশ ডেস্ক::
সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ের পিয়াইন নদী থেকে এক ভারতীয়সহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার (২৯ মে) পিয়াইন নদীর কান্দুবস্তি এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ব্রাহ্মণকচরি গ্রামের মৃত আরশাদ মিয়ার ছেলে রাজিব মিয়া (২২) ও ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তাহিল এলাকার স্নোংপেডাং পুঞ্জির গসলিবুট সেংক্রেমের ছেলে ইস্পাইন লামিন (৩০)।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, গত শুক্রবার পাথর উত্তোলনকালে শ্রমিক রাজীব আর ভারতের স্নোংপেডাং এলাকায় ভারতীয় পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়।
এ সময় পর্যটকদের উদ্ধার করার জন্য ইস্পাইন লামিন এগিয়ে গেলে স্রোতের টানে সে নিজেই তলিয়ে যায়।
তিনি আরও বলেন, রাজিবের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে ভারতীয় নাগরিক ইস্পাইন লামিনের লাশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply