মোঃ তাজুদুর রহমানঃ
শ্রীমঙ্গল উপজেলার মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার ২৭ মে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহন চলে।
এই নির্বাচনে প্রায় জাতীয় ও স্থানীয় নির্বাচনের মতো গুরুত্ব দেয়া হয়েছিল। অনেক উৎসাহ উদ্দীপনা ও শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে নির্বাচনটি সম্পন্ন হয় ।
নির্বাচনে মোট ৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। বিজয়ী হয়েছেন মোট ৫ জন। তার মধ্যে অভিভাবক সদস্য পদে সর্বাধিক ৩৩৫ ভোট আজম আলী, মোঃ আব্দুল তোয়াহিদ আকাশ ২৭৫ ভোট পেয়ে ২য় হয়েছেন, মোঃ শাহজাহান আলী ১৬৩ ভোট পেয়ে ৩য় হয়েছেন, নির্মল দেবনাথ ১৩৮ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন।
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে সেলিনা আক্তার ৩০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দাতা পরিবারের সদস্যর মধ্য থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আবু তালেব বাদশা। সংরক্ষিত মহিলা শিক্ষিকা প্রতিনিধি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আছমা বেগম। শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন হিরন্ময় দেব ও মোঃ নুরুজ্জামান।
প্রিজাইডিং অফিসার সঞ্জিত কুমার দাশ জানান, ৯৫৫ ভোটের মধ্যে ৫৮৩ টি ভোট কাস্ট হয়েছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ও গণনা শেষে সকল সদস্য ও অভিভাবকদের উপস্থিতেই ফল ঘোষণা করেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply