আন্তর্জাতিক ডেস্ক::
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিলাসবহুল বাসভবন থেকে নগদ ২৮.৬ মিলিয়ন মার্কিন ডলার (১১৪ মিলিয়ন মালয়েশিয়ান রিংগট) পুলিশ উদ্ধার করে।পুলিশ বলছে শুক্রবার তার বাসভবনে অভিযান চালিয়ে এ অর্থ উদ্ধার করা হয়েছে। বিবিসি,রয়টার্স
দেশটির সদ্যসাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ করে আসছে সে দেশের বিরোধী দলগুলো।এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের অংশ হিসেবে পুলিশ রাজাকের কুয়ালালামপুরের বিলাসবহুল বাসভবন ও অ্যাপার্টমেন্টে তল্লাশী চালালে এই বিপোল মার্কিন ডলার উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা অমর সিং সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধার করা অর্থের মধ্যে ২৬ ধরণের মুদ্রা রয়েছে। গতকাল পর্যন্ত এই অর্থের পরিমাণ ১১৪ মিলিয়ন রিংগিট (২৮.৬ মিলিয়ন ডলার)। ৩৫টি ব্যাগে এই ২৮.৬ মিলিয়ন অর্থ পাওয়া যায়।
এছাড়া আরো ৩৭টি ব্যাগে দামি ঘড়ি ও মূল্যবান অলংঙ্কার পাওয়া যায়। এর অর্থমূল্য পরে হিসেব করে জানানো হবে বলে জানান অমর সিং।
গত ৯ মে নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোটের কাছে পরাজিত হয়ে নাজিব রাজাকের জোট ক্ষমতা হারায় ।এরপর ১০ মে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী হয়েই সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেন।
তদন্তের অংশ হিসেবে গত সপ্তাহে নাজিবের বাড়ি,কুয়ালালামপুরে তার অ্যাপার্টমেন্ট থেকে ঘড়ি ও অলঙ্কারের সঙ্গে ওই নগদ উদ্ধার করা হয়।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।