সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
তাহিরপুরে ট্রলার ডুবিতে নিখোঁজের তিন দিন পর রক্তি নদীতে ভেসে উঠলো এক নারী শ্রমিকের লাশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিজুড়ি নয়াহাটি সংলগ্ন রক্তি নদীর পশ্চিম তীরে নিখোঁজ শ্রমিক হ্যাপী আক্তারের ভাসমান লাশ পাওয়া যায়। নিহত হ্যাপী পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফুলবারি গ্রামের মহব্বত আলীর স্ত্রী।
উল্লেখ্য, তাহিরপুরের সীমান্তনদী জাদুকাঁটায় গত বুধবার দিনভর বালু-পাথর উত্তোলন শেষে ৩০ জন শ্রমিক বহনকারী একটি ছোট ট্রলার রক্তি নদীর ওপর দিয়ে ওই দিন সন্ধায় ফুলবড়ি গ্রামের দিকে যাবার পথে পেছন দিক থেকে আসা অপর একটি খালি বলগেট (ষ্টিলবডি বড় নৌকা) ট্রলারটিকে ধাক্কা দিলে শ্রমিক সহ ট্রলারটি ডুবে যায়।
এ সময় অন্য শ্রমিকরা সাতরিয়ে তীরে উঠলেও হ্যাপী আক্তার নিখোঁজ হন। এ নৌ-দূর্ঘটনায় নারী শ্রমিক হ্যাপী নিখোঁজ হওয়া ছাড়াও আরো ১০ শ্রমিক আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই বলগেটের মালিক, মাঝি-সুকানীরা রক্তি নদীতে বলগেট রেখে পালিয়ে যায়।
তাহিরপুর থানার এসআই সাইফুর রহমান শুক্রবার দুপুরে জানান, উদ্ধারকৃত হ্যাপীর লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, বলগেট নৌকাটি জব্দ করা হয়েছে, এ ব্যাপারে নৌকার মালিক, মাঝি, সুকানীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply