মোঃ তাজুদুর রহমান::
পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২মে) দুপুর ১২টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় । অভিযানে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যপণ্যে রং ব্যবহার করা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দাম রাখা, ওজনে কম দেয়াসহ নানা অপরাধে শেরপুর এলাকায় অবস্থিত তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় সহযোগীতায় ছিলেন শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply