শেখ সাহেদ আহমদঃ
ঢাকা -সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শেরপুরের নিকটবর্তী মডেল বাজার(নবীগন্জ থানা) নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে।
জানা যায়, আজ মঙ্গলবার (২২ মে) ভোর ৫ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জের মডেল বাজার নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিলেট গামী ট্রাক( ঢাকা মেট্রো- ট-২২-২০৩১) চালক কামাল মিয়া(৩২) ঘটনা স্থলে নিহত হন।
নিহত কামাল মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিতৃমহল গ্রামের ইয়াজ অালীর পুত্র। দুর্ঘটনা কবলিত অপর ট্রাকের নং খুলনা মেট্রো -ট-১১-১২৮৭ বলে জানা যায়।
এ ব্যাপারে শেরপুর হাই ওয়ে থানার এস অাই নজরুল ইসলাম জানান,সংবাদ পেয়ে শেরপুর হাই ওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনা স্হলে পৌছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ী উদ্ধার করেন। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply