আজকের স্বদেশ ডেস্ক::
হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকসহ ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৭ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের চৌয়ালী উপজেলার দত্তকান্তি গ্রামের নৌশের মিয়ার ছেলে জয়নাল মিয়া (৬০), সুনামগঞ্জের দিরাই উপজেলার দাইরপুর গ্রামের স্বপন দাশ (৩৫), নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বৈলাকীপুর গ্রামের হরি পালের ছেলে নরায়ন পাল (৩৫), লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত আব্দুস সহিদের ছেলে ছুফি মিয়া (৩৫), নবীগঞ্জ উপজেলার বড় বাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু তালিব (২০) ও মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের রামকুমার সরকারের ছেলে জহরলাল সরকার (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতসহ প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় বানিয়াচং উপজেলার সৈদরটুলা এলাকায় সিরাজগঞ্জের চৌয়ালী উপজেলার দত্তকান্তি গ্রামের নৌশের মিয়ার ছেলে জয়নাল মিয়া (৬০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি সৈদরটুলা গ্রামের তাহেদ মিয়ার বাড়িতে দাওয়াল হিসাবে ধান কাটতে এসেছিলেন। তার সাথে ধান কাটতে থাকা একই এলাকার দুলাল মিয়ার ছেলে কামরুল ইসলাম (২২) আহত হন।
দুপুরে উপজেলার মাকালকান্দি হাওরে সুনামগঞ্জের দিরাই উপজেলার দাইরপুর গ্রামের স্বপন দাশ (৩৫) ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। তার সাথে ধান কাটতে থাকা মাকালকান্দি গ্রামের গোপেশ দাশের ছেলে দিপুল দাশ (৩৭), একই গ্রামের বীরেশ্বর দাশের ছেলে বিষ্ণুপদ (৪৫) এবং দিরাই উপজেলার আরো দুই শ্রমিক আহত হন।
একই উপজেলার নূরপুর হাওরে তকবাজখানী গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মিজানুর রহমান এবং দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মর্তুজ আলীর ছেলে জহুরুল মিয়া আহত হন।
এদিকে, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ইলামের হাওরে ধান কাটার সময় বৈলাকীপুর গ্রামের হরি পালের ছেলে নরায়ন পাল (৩৫) ঘটনাস্থলে নিহত হন। এ সময় একই ইউনিয়নের সরদারপুর গ্রামে বাড়ির উঠানে আখলুছ মিয়ার ছেলে হাবিবুর রহমান (২০) বজ্রপাতে আহত হন।
এছাড়াও নবীগঞ্জ উপজেলার বড় বাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু তালিব (২০) পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। এসময় একই উপজেলার গোলডুবা গ্রামের জালাল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩৫) এবং মার্কুলী এলাকার রাশেদ মিয়ার ছেলে ইউনুছ মিয়া (৩০) আহত হন।
অপরদিকে, লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের উত্তর হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আহত হন ওই গ্রামের মৃত আব্দুস সহিদের ছেলে ছুফি মিয়া (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়াও মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের জহরলাল সরকার (২৩) হাওরে কাজ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার, লাখাই উপজেলা নির্বাহী মোহাম্মদ ওবায়দুর রহমান, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেন।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল বলেন, প্রতিটি নিহতের পরিবারকে ২০ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply