আজকের স্বদেশ ডেস্ক::
টাঙ্গাইলের মধুপুরে তিন ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার গেজেট, সনদ ও ভাতা বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আসল মুক্তিযোদ্ধারা।
সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মধুপুর উপজেলার টুনিয়াবাড়ী গ্রামের বাহাদুর মিয়ার স্ত্রী আছিরন বিবি (গেজেট নং- ৬৩৯৪), হলুদিয়া গ্রামের মৃত রুস্তম আলী সরকারের ছেলে মোহাম্মদ আব্দুল গফুর ( গেজেট নং- ৬৩৯৫) এবং কুড়ালিয়া গ্রামের মৃত চান মামুদের ছেলে আব্দুল হালিম (গেজেট নং- ৬০৪৩) ভুয়া মুক্তিযোদ্ধা।
ভারতীয় তালিকা, মুক্তিবার্তা অথবা ২০০৫ সালের গেজেটে তাদের কোনো নাম ছিল না।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ২০১৭ সালের ৩০ এপ্রিল মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই কমিটির সভায় ওই তিন জনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে চিহ্নিত করে প্রতিবেদন পাঠানো হয়।
কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের এক শ্রেণির অসাধু কর্মকর্তা বিপুল অঙ্কের ঘুষ নিয়ে সম্প্রতি এদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে জাতীয় তালিকায় অন্তর্ভূক্ত করে সনদ, গেজেট ও ভাতাসহ সকল প্রকার সুযোগ সুবিধার ব্যবস্থা করেন।
প্রতিকার চেয়ে উপজেলার সকল মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রভাবশালী চক্রটি স্থানীয় প্রশাসনের উপর চাপ দিয়ে ভাতা উত্তোলন করে নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক জিহাদী, আব্দুর রশীদ, সায়েদুর রহমান, শরাফত আলী, আবুল হোসেন প্রমুখ।
এ ব্যাপারে মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার পরিমল গুস্বামী বলেন, তারা তিনজনই ভুয়া মুক্তিযোদ্ধা। আমি তাদের সনদ ও ভাতা বাতিলের জোর দাবি জানাই।
এ ব্যাপারে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply