আজকের স্বদেশ ডেস্ক::
পবিত্র রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে। ওই একমাস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে সরকারি অফিস।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
সকল সরকারি, অধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এই সময়সূচি প্রযোজ্য হবে। তবে সুপ্রিম কোর্ট, হাসপাতাল, ব্যাংক, বীমা, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো নিজেরাই অফিস সময় নির্ধারণ করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ বা ১৮ মে থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply