স্বদেশ ডেস্ক::
রাজধানীর মিরপুরে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে সাত মাস বয়সের তামিম নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাও দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনে একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধ দুজন হলেন তামিমের বাবা মানিক মিয়া (৩৫) ও মা মিনা বেগম (২৮)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চণ্ডীপাশা গ্রামে।
মানিক মিয়ার বরাত দিয়ে মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের স্টেশন অফিসার আবদুল্লাহ আরেফিন জানান, তাদের বাসার ভেতরেই পানির মোটর ও রিজার্ভ ট্যাংকি। রাতে মোটরের সুইচ অন করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে বাসার ভেতর আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা তিনজন দগ্ধ হন। আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন শিশু তামিম রাত দেড়টার দিকে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দগ্ধ মানিক ও স্ত্রী মিনার অবস্থাও আশঙ্কাজনক।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply