এম এ মোতালিব ভুঁইয়া ::
দোয়ারাবাজারে শিবিরের সদস্য সংগ্রহ ও বই, লিপলেট বিতরণকালে দুই শিবির কর্মীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও দাখিল মাদ্রাসায় জোহরের নামাজ শেষে ফরম ও সংঘটনের বই দেয়া হচ্ছে দেখে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃত দুই শিবির কর্মী হলেন বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামের জসিম উদ্দিনের পুত্র কলাউড়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল-মুজাহিদ(১৮), একই ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের মৃত.আব্দুল জব্বারের পুত্র আলীম পরীক্ষার্থী বড়ই উড়ি আলিম মাদ্রাসার ছাত্র মো.শামীম আহমদ(১৯)।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, আমরা যতটুকু পেয়েছি দুইজন মাদ্রাসার ছাত্র এর মধ্যে একজন পরীক্ষার্থী। তাদের কাছে শিবির সংগঠনের কিছু বই পাওয়া গেছে আমারা তাদের জিজ্ঞাসাবাদ করছি।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply