আজকের স্বদেশ ডেস্ক::
জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে এমন অভিযোগের ভিত্তিতে সদ্য ঘোষিত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ হারিয়েছেন জাকির হোসেন পান্না। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পান্নাকে নিয়ে তুমুল সমালোচনাও হয়েছে।এমনকি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বলের সাথেও ছবি রয়েছে পান্নার। এমন সব অভিযোগে পান্নাকে বাদ দিয়ে সংশোধনী কমিটি প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। পান্নার স্থলাভিষিক্ত করা হয়েছে সুরঞ্জন সূত্রধর নামের একজনকে।
দেড় যুগ পর সম্মেলন হয় সোমবার (২৩ এপ্রিল)। ওই দিন রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের সাক্ষরিত দলীয় প্যাডে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ঘোষণার কয়েক ঘণ্টার পর সংশোধনী কমিটি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংশোধনী কমিটিতে জাকির হোসেন পান্নার নাম বাদ দিয়ে প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর সোমবার (২৩ এপ্রিল) মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী মির্জা আজম এমপি। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সায়রা মহসিন, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন সহ জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে জাকির হোসেন পান্নার মুঠোফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।
এ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি বলেন, ‘বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে পান্না ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। এজন্য কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বাদ দিয়ে সংশোধনী কমিটি প্রকাশ করেছেন।
আজকের স্বদেশ/ফখরুল
Leave a Reply