সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
“মুক্তিযোদ্ধা দেশ ও জাতির সন্তান, মুক্তি যোদ্ধাদের চেতনা বিরোধী সকল চক্রান্ত রুখে দাড়াও” এ স্লগানকে সামনে রেখে, দক্ষিণ সুনামগঞ্জে আমরা মুক্তি যোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা বহালের দাবীতে মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে, উপজেলা মুক্তিযোদ্ধা অফিস হতে শান্তিগঞ্জ বাজার সিলেট সুনামগঞ্জ মহাসড়কে মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম তাদের সাথে একাত্বতা পোষণ করেন।
স্মারকলিপি প্রদানের পুর্বে উপজেলা চত্বরে উপজেলা সাবেক কমান্ডার আতাউর রহমান এর সভাপতিত্বে, মুক্তি যোদ্ধার সন্তান মোহাম্মদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার রাধা কান্ত তালুকদার, সাবেক সহ কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সুশীল ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা অধীর চন্দ্র দাস, নিয়ামত আলী, পাথারিয়া ইউনিয়ন কমান্ডার অঞ্জন কুমার দাস, শিমুলবাক ইউনিয়ন কমান্ডার শের আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক স¤পাদক শাহীন রহমান, সদস্য জাকারিয়া চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সুদর্শন ব্যানার্জি, সদস্য রিপন কুমার দাস, বিশ্বজিৎ তালুকদার, সৌরভ রঞ্জন দাস, দেলোয়ার হোসেন প্রমূখ।
আজকের স্বদেশ/জিএস/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।