সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
জামালগঞ্জ উপজেলার রামনগর যুব সমাজের উদ্যোগে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন নক আউট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা শুরু হয়েছে। ৫ দিনব্যাপী এ খেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ১০ টি টিমের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বিকেলে সাচনা বাজার ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে নুরপুর গ্রামের সায়েম স্পোটিং ক্লাবকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয় সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কিং ফিসান স্পোটিং ক্লাব। ২য় ম্যাচে সদর উপজেলার ভৈষবের গ্রামের বন্ধন স্পোটিং ক্লাব ও সাচনা বাজার ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আশার আলো ফুটবলদলের মধ্যে খেলাটি গোল শুন্য ড্র হয়। খেলায় রেফারি হিসেবে দ্বায়িত্ব পালন করেন রামনগর গ্রামের ফুটবলার আশরাফ উদ্দিন।
এর আগে রামনগর যুব সমাজের উদ্যেগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবির আহমদ, জাকুয়ান আহমদের যৌথ পরিচালনায় ও সাচনা ইউপি সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দীপ্ত টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সেলিম আহমদ তালুকদার, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক,এস.এ টেলিভিশনের জেলা প্রতিনিধি, প্রেসক্লাবের অন্যতম সদস্য মাহতাব উদ্দিন তালুকদার, মুক্তিযোদ্বা নাসির উদ্দিন, সাচনা বাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউপি যুবলীগের সভাপতি কয়ছর আহমদ, খেলার সমন্বয়ক জহুর মিয়া, রামনগর গ্রামের সমাজসেবক শামিম আহমদ, সোহেল আহমদ, নুরপুর গ্রামের শামিম আহমদ, সুজাতপুর গ্রামের সাদত আলী, শুকদেবপুর গ্রামের এমদাদুল হক, নুরপুর গ্রামের লিলু মিয়া, রামনগর গ্রামের শহিদুল ইসলাম, হরিপুর গ্রামের আরজ আলী, রাঙ্গামাটি গ্রামের লুৎফুর, এম এ করিম, বর্মাউত্তর গ্রামের ইউসুফ আল আজাদ, রামনগর গ্রামের রুবেল আহমদ, রবিন, কামরুজ্জামান প্রমুখ।
খেলায় সফল করতে নিজ গ্রামের যুব সমাজকে আর্থিক অনুদান প্রদান করেন সরকারি কর্মচারী(অবঃ) আজিজুর রহমান। প্রথম পুরস্কার একটি ফ্রিজ প্রদান করেন রামনগর গ্রামের মরহুম নবী হোসেনের ছেলে বর্তমানে চট্রগ্রামে কাস্টম হাউসে কর্মরত সহকারি রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম, দ্বিতীয় পুরস্কার প্রদান করেন দৈনিক সুনামগঞ্জের সময়ে’র সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ।
আজকের স্বদেশ/জিএস/জুয়েল
Leave a Reply