সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ নানা শ্রেণী-পেশার মানুষজন অংশনেন। র্যালিতে অন্যান্যের মধ্যে ছিলেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, মেডিকেল সার্জন বিশ^জিৎ গোলজার, স্বাস্থ্য পরির্দশক ফারুক আহমদ প্রমুখ। পুষ্টি সপ্তাহের ২৩-২৯ এপ্রিল পর্যন্ত নারী শিশুসহ বিভিন্ন বয়সি লোকদের পুষ্টি বিষয়ক পরামর্শ ও সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।