তালিকা বাতিলের অভিযোগ করেন ৬ ইউপি সদস্য
জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক হতদরিদ্র পরিবারের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সেইভ দ্যা চিলড্রেন অর্থায়নে সি এন আর এস এর বাস্তবায়নে ১২৫টি পরিবারের মাঝে ক্ষমতার অপব্যবহার দেখিয়ে নিজ আত্মীয় স্বজনের মাঝে সহায়তা প্রদানে অত্র ইউনিয়নের ছয়জন ইউপি সদস্য শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেন।
অভিযোগে জানা যায়, অত্র ইউনিয়নের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান মোঃ রজব আলী ইউনিয়নের কোন সদস্যকে না জানিয়ে তার আত্মীয় স্বজনের মাঝে ১২৫টি সহায়তা কার্ড সি এন আর এস এর ফিল্ড অফিসার মোশারফ হুসেনের সাথে যোগসাজসে ইউনিয়নের ৬টি ওয়ার্ডে তালিকা করা হয়েছে। ইউনিয়নের ৬ ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম ওয়ার্ড নং৩, সোহেল আহমেদ ওয়ার্ড নং ৭, হাবিবুর রহমান ওয়ার্ড নং ৬, মোঃ কাদির মিয়া ওয়ার্ড নং ৮, মোঃ হান্নান মিয়া ওয়ার্ড নং ২, মোঃ হানিফ মিয়া ওয়ার্ড নং ৪ তাদের মতামত উপেক্ষা করে তাদেরকে না জানিয়ে রাতের অন্ধকারে তালিকা প্রস্তুত করে জমা দেওয়ায়, উক্ত তালিকা বাতিলের দাবী জানান ইউপি সদস্যগণ। সকল ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে তালিকা করার জন্য আবেদন করেন।
এ ব্যপারে অভিযোক্ত ইউপি চেয়ারম্যান মোঃ রজব আলী জানান, আমি আমার ইউনিয়নের চারজন ইউপি সদস্য নিয়ে তালিকা করেছি। বিগত দিনে যারা বাদ পড়েছে তাদেরকে তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। আমাকে না জানিয়ে ইউপি সদস্যদের অভিযোগ করা ঠিক হয়নি। সি এন আর এস এর প্রজেক্ট কর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম জানান, ইউপি সদস্যদের সাথে আলোচনা করে তালিকা তৈরী করতে হবে। নতুবা এই তালিকায় কাজ করা হবে না।
সেইভ দ্যা চিলড্রেন এর সুনামগঞ্জ জেলার প্রজেক্ট ম্যানেজার জানান, আপাতত নামের তালিকাগুলো স্থগিত থাকবে। পরবর্তিতে উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্তের জন্য দায়ীত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আজকের স্বদেশ/জিএস/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।