1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী দিবস পালন শেরপুরে ইয়াবাসহ আটক ২ যাদুকাটায় দানব ড্রেজার কেড়ে নিল দুই শ্রমিকের প্রাণ নবগঠিত কানাইঘাট ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ ভোলাগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে স্বরণসভায় বক্তারা- সকলের আস্থাভাজন ছিলেন মরহুম আব্দুল বাছির চেয়ারম্যান রেডক্রিসেন্টের আর্ন্তজাতিক কর্মশালায় যোগ দিতে কাজাখস্তান গেলেন মস্তাক আহমদ পলাশ কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুরের ইন্তেকাল কানাইঘাটে ন্যাশনাল লাইফের মরনোত্তর চেক হস্তান্তর জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না সকাল ৮টা থেকে সন্ধা ৫টা পর্যন্ত সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ‍্যোগে মাসব‍্যাপী মেলার উদ্বোধন

রোজিনাকে দেখবে কে?

  • আপডেটের সময় : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ১১৬৬ বার নিউজটি শেয়ার হয়েছে

আজকের স্বদেশ ডেস্ক::

রোজিনা আক্তার নিম্নআয়ের মানুষ। গৃহকর্মী হিসেবে কাজ করে কতই বা আয় তার। বাসচাপায় পা হারানোর পর সে উপায়ও আর রইল না।চিকিৎসায় রোজিনা যদি বেঁচেও যান, কিন্তু তার ভবিষ্যৎ জীবনের চাকা কীভাবে চলবে, হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় রোজিনা সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না।

রোজিনারা ছয় বোন, এক ভাই। সঙ্গে বৃদ্ধ বাবা-মা। সংসার খরচের একটি বড় অংশ জোগান দিতেন এই তরুণী। এখন সবই পড়ে গেল অনিশ্চয়তায়। তার চিকিৎসার পাশাপাশি আর্থিকভাবে পুনর্বাসনও জরুরি। গত শুক্রবার রাত ৮টার দিকে বনানীর সৈনিক ক্লাব থেকে মহাখালীর মাঝামাঝি স্থানে বিআরটিসির বাসচাপায় রোজিনার ডান পা ছিন্নভিন্ন হয়ে যায়। তাকে পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেসরকারি টেলিভিশন জিটিভি ও প্রকাশিতব্য দৈনিক সারাবাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার বাড়িতে আট বছর ধরে গৃহকর্মীর কাজ করেন রোজিনা। হাসপাতালে আনার পর এখন পর্যন্ত চিকিৎসাব্যয় এই জ্যেষ্ঠ সাংবাদিকই বহন করছেন।

ইশতিয়াক রেজা বলেন, ‘শুক্রবার তার (রোজিনা) ছুটি ছিল। সে বেড়াতে গিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনায় পড়ে। আর খবর পেয়ে আমি এখানে এসেছি। আমি যতটুকু পারছি সাহায্য করছি। আপনারা নিউজ করলে তার উপকার হয়।’
রোজিনার মামী মাজেদা খাতুনও ছিলেন হাসপাতালে। তিনি জানান, রোজিনারা ছয় বোন ও এক ভাই। ময়মনসিংহের ধোবাউড়া থানায় তাদের বাড়ি। তার বাবার নাম রসূল মিয়া। তিনি একজন কৃষক।

মাজেদা খাতুন জানান, বড় বোন ও রোজিনা মিলে পরিবারের খরচ বহন করতেন। এখন মেয়েটির মতো তার পরিবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

রোজিনার বাবা রসূল মিয়াও মেয়ের দুর্ঘটনার খবর শুনে ঢাকায় চলে এসেছেন। তিনি বলেন, ‘সংসার চলবে কিবা (কেমন করে) এইডা আমি ভাবতাছি। আমার মাইয়াডার ভবিষ্যৎ কী অইব? কে কী কইরা খাইব? আমার তো সামর্থ্য নাই। তার চিকিৎসা করবাম কিবায়?’

রোজিনা জানান, শুক্রবার সন্ধ্যায় তার বান্ধবীর বাসা থেকে নিকেতনের উদ্দেশে ফিরছিলেন। সৈনিক ক্লাব থেকে কোনো বাস না পেয়ে সে হেঁটে মহাখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় তিনিসহ কয়েকজন রাস্তা পার হচ্ছিলেন। দূর থেকে বিআরটিসির একটি দোতলা বাসকে তিনি ইশারা দিলে বাসটির গতি ধীর হয়ে আসে। কিন্তু হঠাৎই চালক তার সামনে এসে বাসের গতি বাড়িয়ে দেন। এ সময় তার পায়ের ওপর একটি চাকা উঠে যায়।

হাসপাতালের চিকিৎসক মিরাজ উদ্দিন মোল্লা জানান, রাতে যখন রোজিনাকে হাসপাতালে আনা হয় তখন তার পা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল। রক্তনালী, হাড়, মাংস সবই আলাদা ছিল। তার পায়ের অধিকাংশ মাংসপেশি বাসের চাকায় থেঁতলে গেছে। অনেক সময় দেখা যায়, এসব রোগীর কিডনি ও হার্টের সমস্যা হয়। তাই ৭২ ঘণ্টার আগে কিছুই বলা যাচ্ছে না। কাল গেলে বোঝা যাবে রোগীর কী অবস্থা।

এই চিকিৎসক বলেন, ‘আমরা রোগীর সুস্থতার জন্য সব ব্যবস্থা নিয়ে রেখেছি। প্রয়োজনীয় রক্ত এরই মধ্যে দেওয়া হয়েছে। আরও রক্ত দ্রুত দেওয়া হবে। পায়ে ছোট-খাটো একটি অস্ত্রোপচার করা হবে।’

তবে এসব সড়ক দুর্ঘটনায় আহত রোগীর শারীরিক অবস্থা সব সময় খারাপের দিকেই যায়। কারণ, তার পা বাদেও শরীরে আরও আঘাত থাকতে পারে। যেমন পেটে, মাথায় আঘাত থাকতে পারে; যেগুলো এখনো বোঝা যাচ্ছে না। তবে সে ভালো আছে, আশা করা যায়, ভালো থাকবে।’

রোজিনার শরীরে বড় কোনো ক্ষত পাওয়া গেছে কি না, এমন প্রশ্নে এই চিকিৎসক বলেন, ‘আপাতত আমরা কোনো আঘাত দেখিনি। তবে ভেতর ভেতর এসব রোগীর আঘাত থাকে। ৭২ ঘণ্টা পর বোঝা যাবে। আপাতত রোগী ভালো আছে।’

পুলিশ এ ঘটনায় ওই রাতেই বাসচালক শফিকুল ইসলাম সুমনকে আটক করেছে।

বনানী থানার ওসি ফরমান আলী জানান, আটক বাসচালককে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে তার সহকারীকে আটক করা সম্ভব হয়নি।

 

 

 

আজকের স্বদেশ/জুয়েল

 

 

 

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2022 আজকের স্বদেশ
Design and developed By: Syl Service BD