আজকের স্বদেশ ডেস্ক::
আজ রোববার ভোরে সরিষাবাড়ীতে এস এস সি পরিক্ষার্থী সাব্বির হোসেন(১৬) মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে বাবা-মা’র উপর অভিমান করে আত্মহত্যা করেছে।
উপজেলার আওনা ইউনিয়নের গ্রাম নিখাই এলাকার মৃত আব্দুস ছামাদের ছেলে এস এস সি পরিক্ষার্থী মোঃ সাব্বির হোসেন (১৬) তার মা’র কাছে একটি মোবাইল ফোন কিনবে বলে টাকার দাবি করে। মা সুলেখা বেওয়া টাকা দিতে অপারগতা স্বীকার করায় রোববার ভোর রাতে তার বাড়ীর পার্শ্বে একটি মেহগনি গাছের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
সাব্বির হোসেন গত ২০১৭-১৮ শিক্ষাবর্ষে টাংগাইল জেলার ধনবাড়ীর সৈয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরিক্ষায় অংশ গ্রহন করেছে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। তদন্তকারী কর্মকর্তা এস আই মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সাব্বিরের লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply