বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি;
সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীবেষ্টিত জনপদ, দক্ষিনবাংলার বরিশাল জেলার অন্যতম উপজেলা বাবুগঞ্জ। রয়েছে রুপালী ইলিশের সুখ্যাতি। এবার বাবুগঞ্জের পালকে যুক্ত হলো আরেকটি খ্যাতি-ক্রিকেটের জনপদ বাবুগঞ্জ। আগামীকাল শনিবার আঞ্চলিক জমকালো ক্রিকেট আসর আরপিএল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা।
স্থানীয় কয়েকযুবক সাইদুল ইসলাম, আনোয়ার হোসেন বেপারী, সাকিল খান, হুমাযুন কাজী, প্রশান্ত দাস, সজল দত্ত, শাহিন খান, এনামুল হক, সুজয় মজুমদার, ইমরান হোসেন জনি, আবদুর রহিম মোল্লা, আলাউদ্দিন, সবুজ সরদার, জামাল হোসেন, সুমন দাস, রেজভী মুন্সী, ছাদেক হোসেন, সবুজ ও এলাকাসীর সহযোগীতায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট। উপজেলায় গতবছর সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় এবছর আরো প্রানচাঞ্চল্যে নিয়ে জমকালো ফাইনাল খেলার আয়োজন করেছে আয়োজকরা। মাদককে না বলি, খেলাধূলায় সুস্থ জীবন গড়ি স্লোগান নিয়ে গতবছর শুরু হয়েছিল আঞ্চলিক জমকালো ক্রিকেট আসর আরপিএল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭।
টুর্নামেন্টের খেলাগুলো স্থানীয় ক্যাবল অপারেটরদের সহযোগীতায় সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এবার আরও বাড়তি কিছু ইভেন্ট আয়োজন করেছে আয়োজকরা। আজ আরপিএল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলার উন্মাদনা চলছে। আকাশে বাতাসে যেন ঈদ আনন্দ। চায়ের কাপের সঙ্গে ক্রিকেট দামামায় উন্মাতাল হয়ে উঠবেন জনপদের বাসিন্দারা। আরপিএল’র ২য় আসরের ফাইনাল খেলার পর্দা উঠার মধ্য দিয়ে সেই উন্মাদনা শুরু হতে যাচ্ছে।
জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রীজ সংলগ্ন আরপিএল খেলার মাঠে রহমতপুর স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত আরপিএল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক মিজানুর রহমান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের বাবুগঞ্জ উপজেলার যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মৃধা মুহা: আকতারুজ্জামান মিলন, শাহরিয়ার আহম্মেদ শিল্পী, সামসুজ্জামান সোহেল, উপজেলার জাতীয় শ্রমিক লীগ সভাপতি শাহাদাত হোসেন নিখিল তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক কাজী মহিদুল ইসলাম লিটন ও গোলাম কিবরিয়া তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। রহমতপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি সানোয়ার হোসেন বেপারীর পরিচালনায় উত্তম কুমার দত্ত অনুষ্ঠানে সঞ্চালনা করবেন। সন্ধ্যা সাতটায় ফাইনাল খেলা শুরু হয়ে নয়টায় পুরস্কার বিতরন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল হাওলাদার, শামসুল বারী, দেলোয়ার হোসেন বেপারী, আমীর আলী, সুবেদার (অব:) সুলতান আহম্মেদ, আবদুল কাদের বেপারী, অধ্যক্ষ শাহজাহান মানিক, শাহজাহান তালুকদার, মৌজে আলী সিকদার ও আবদুল মোতালেব জমাদ্দারকে সংবর্ধনা প্রদান করে রাত দশটায় শুরু হবে ওপেন কনসার্ট।
আরপিএল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলায় পৃষ্ঠপোষকতা করেছেন অমৃত ফুড কনজুমারের ব্যবস্থাপনা পরিচালক বাবু বিজয় কৃঞ্চ দে, যমুনা ব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক রেজভী হাসান রানা ও সাজ ব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। টুনামেন্টের মিডিয়া পার্টনার বাবুগঞ্জ উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, প্রিন্স তালুকদার (মানবজমিন), রিয়াজ হোসেন (সাহসী বার্তা), ফাহাদ হাসান (আমাদের বরিশাল), আরিফুর রহমান (বরিশাল টুডে), ও মুনতাসির রহমান (সকালের বার্তা)। রহমতপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি সানোয়ার হোসেন বেপারী জানান, মাঠ গোছানো, ডেকারেটর, লাইটিংসহ সকল প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছে।
সকলের সহযোগীতায় এবছরের টুর্নামেন্টের ফাইনাল খেলা আরও সুন্দর হবে। আঞ্চলিক জমকালো ক্রিকেট আসর আরপিএল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ এর পরিচালক (গনমাধ্যম) প্রিন্স তালুকদার জানান, স্থানীয় ক্যাবল অপারেটরের সহযোগীতায় টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় প্রিন্ট ও অনলাইন গনমাধ্যমেও তুলে ধরা হয়েছে।
আজকের স্বদেশ/জিএস/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।