নিজস্ব প্রতিনিধি::
"অন্ধকার অন্মোচনে আলো'র অগ্রযাত্রা" এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের ফেইচবুক পাবলিক গ্রুপে দুই লক্ষ সদস্য অতিক্রম করায় ছাতক উপজেলার বৃহত্তর গোবিন্দগঞ্জ বাজারে ৩দিন ব্যাপী বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতে উৎসাহিতকরণ ভ্রাম্যমান ক্যাম্পিং এর ৩য় দিনের কার্যক্রম আজ সম্পন্ন হয়েছে।
দিন ব্যাপী এ কার্যক্রমে ১৭৩জন ছাত্র ছাত্রী,ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার জনসাধারণের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।সুনামগঞ্জ জেলায় ১০০%রক্তদান সেবা নিশ্চিত করতে অনেক দিন যাবত কাজ করে যাচ্ছে উক্ত সংগঠনটি।
আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন এর সহকারী প্রতিষ্টাতা মুহিবুর রহমান সুহান এর কাছ থেকে আর জানান যায় উক্ত ক্যাম্পেইনের ফলে রক্তদানের মত মহৎ কাজে অনেকে স্বেচ্ছায় এগিয়ে আসবে এবং ২০১৮সালের বিতরে সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় ১১টি শাখা সহ রক্তদানের মত মহতী কাজে উৎসাহ উদ্ধীপনার পাশা পাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন করে সমাজের পরিবর্তন করতে কাজ করে যাচ্ছে উক্ত সংগঠনটি।
উপস্থিত ছিলেন আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মনুজ কান্তি দাশ পিংকু, ইব্রাহিম আলী,আরিফ আল-আমিন,ফজলুল করিম সুমন,মোঃ আহসান আহমদ,হাবিবুন্নাবী সাহেদ, মাহফুজ আহমদ,কুহিনুর মাহমুদ,রাজু আহমদ,শামিম আহমদ,এ আর রাজু,সুব্রত পাল,সুয়েব আহমদ,জে এইচ শুভ,মামুনুর রশিদ,সালা উদ্দিন, মোঃ মানিক, আরুহি দে,মোঃ জাহিদ আহমদ সহ আরো অনেকেই।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।