আজকের স্বদেশ ডেস্ক::
‘কিং অব রোমান্স’ বলা হয় তাকে। তিনি নাকি একটি গাছের সাথেও প্রেম করতে পারবেন। অনেক সাক্ষাৎকারে নিজের মুখে এই কথা বলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু তিনি কারো জীবন ‘নষ্ট’ করে দিতে পারেন? বিশ্বাস করতে পারেন এমন কোনো দাবি? নিশ্চয় অবাক লাগছে শুনে। তাহলে পুরো ঘটনা শুনুন।
সম্প্রতি মুম্বইয়ের এক নারী দাবি করেছেন, শাহরুখ খান নাকি তার জীবন একেবারে ‘ছারখার’ করে দিয়েছেন। প্রশ্ন আসাটাই স্বাভাবিক, কিভাবে?
তিনি দাবি করেছেন, শাহরুখ খানের সিনেমায় যেমন দেখা যায়, কারো জীবনে ভালোবাসা কড়া নাড়লে নাকি পরিবর্তন হয় অনেক কিছুরই। জীবনে ভালবাসা এলে কখনও হাওয়ায় উড়ে লম্বা চুল, আবার কখনও কানের পাশে এসে কেউ ফিঁসফিঁসিয়ে নাকি প্রেম নিবেদন করে যান সবার অগোচরে (যেমন দেখা গিয়েছিল শাহরুখের ম্যায় হু না সিনেমায়)। আবার কেউ হাঁটু মুড়ে বসে তার ভালবাসার কথা প্রেমিকার সামনে জাহির করেন। কেউ কখনও ভায়োলিন বাজিয়েও প্রেম নিবেদন করেন (এই সবকিছুই শাহরুখ খানের সিনেমায় দেখা যায়)। কিন্তু তার সাথে নাকি এমন কিছুই ঘটেনি। কখনও হাঁটু মুড়ে তাকে ভালোবাসার কথাও কেউ জানাননি, আবার কখনও কেউ তাঁকে ‘সারপ্রাইজ’ও দেননি।
সবকিছু মিলিয়ে তার জীবনে ‘ফিল্মি’ কিছুই ঘটেনি, যেমন দেখানো হয় শাহরুখ খানের বেশিরভাগ সিনেমায়। যা তিনি ছোট থেকে বিশ্বাস করে এসেছেন। আর সেই কারণেই নাকি শাহরুখ খান তার জীবনকে একেবারে ‘ছারখার’ করে দিয়েছেন।’হিউম্যানস অব বোম্বে’ নামক একটি পেজে ওই নারী এই কথাগুলো বলেছেন।
সূত্র : জি নিউজ
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply