1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না সকাল ৮টা থেকে সন্ধা ৫টা পর্যন্ত সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ‍্যোগে মাসব‍্যাপী মেলার উদ্বোধন অবশেষে কানাইঘাট ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন জগন্নাথপুরে “মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্ট ” এর পক্ষ থেকে মসজিদে সপ ও গ্রাম বাসীর মধ্যে ত্রান বিতরণ মাদক ও নেশা জাতীয় দ্রব্যেয়ের অপব্যবহার রোধকল্পে আলোচনা সভা জগন্নাথপুরে “ধনিয়া টাইগার ইকড়ছই” এর জার্সি উন্মোচন ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি আব্দুল মোছাব্বির এঁর ৫ম মৃত্যু বার্ষিকী চেয়ারম্যান আব্দুল বাছির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সুনামগঞ্জ ৩আসনে ৪র্থবারের মতো নৌকার মাঝি হলেন এমএ মান্নান কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

ছাতকে সরকারি চাল বিক্রির ঘটনায় নেওয়া হয়নি আইনি ব্যবস্থা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ১০২৮ বার নিউজটি শেয়ার হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::

ছাতকে সরকারি চালের বস্তা রদবদল করে বিক্রির ঘটনায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িতরা এখনও আইনের আওতায় আসেনি। প্রশাসনের পক্ষ থেকে দায়িদের বিরুদ্ধে এখন পর্যন্ত আইনি কোন পদক্ষেপ না নেওয়ায় দাপিয়ে বেড়াচ্ছে এ চক্রটি। এছাড়া বিষয়টি নিয়ে এলাকাবাসি, উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানের পরস্পর বিরোধি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে সর্বত্র।

 

সম্প্রতি ছাতক থানা পুলিশের এক অভিযানের ঘটনায় বেরিয়ে আসে এসব জগন্য অপরাধের তথ্য। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন ব্যবসায়ির কাছে সরকারি চাল বিক্রির অভিযোগে পৌরসভার গণক্ষাই গ্রামে পুলিশ এক অভিযান চালায়। এসময় বস্তা বদলের সাথে জড়িত শ্রমিকরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 

পুলিশ ঘটনাস্থল গণক্ষাই গ্রামের দিলোয়ার হোসেনের বাড়িতে সরকারি চাল আটকে অভিযানের সময় দুই জনকে আটক করলেও রহস্যজনক কারণে কাউকে গ্রেফতার করেনি। গণক্ষাই গ্রামের কালা মিয়া, মাজুল মিয়া, আব্দুল হক, চন্দন মিয়াসহ গ্রামবাসি জানান, প্রায় ৬মাসের অধিক সময় থেকে গণক্ষাই এলাকায় দিলোয়ার হোসেনের বাড়ি ভাড়া নিয়ে সরকারি চালের বস্তা বদল করে আসছে ইউএনওর ড্রাইভারের পুত্র মাসুদ।

 

সে সরকারি চালের বস্থা বদলের পর নতুন বস্তা সেলাই মেশিন দিয়ে সেলাই করে চাল পাইকারিভাবে বাজারজাত করে থাকে। বিভিন্ন সময় গ্রামবাসি বস্তা বদলের প্রতিবাদ করলেও উপজেলা নির্বাহী অফিসারের প্রভাব দেখিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।

দীর্ঘদিন তেকে সে এখানে বিভিন্ন প্রকল্পের চাল ক্রয় করে চালের সরকারি বস্তা পরিবর্তন করে ব্যবসায়িদের কাছে উচ্চমূল্যে বিক্রি করে আসছে বলে জানান স্থনীয় বাসিন্দারা। বাড়ির মালিক দিলোয়ার হোসেন জানান, ইউএনও ড্রাইভার মখলিছুর রহমানের পুত্র মাসুদসহ ৩ব্যক্তি মাসোহারা ২হাজার টাকায় বাড়িটি ভাড়া নেয়। গত ৫মাস থেকে ভাড়া দিয়েছেন বলে জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, সরকারের বিশেষ বরাদ্ধের ৩টি ডিওর মাধ্যমে ৪৮মে.টন চাল উত্তোলন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ১০০% জড়িত রয়েছেন বলে  জানান তিনি। ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান গুচ্ছগ্রাম প্রকল্পের ৪৮ মে.টন সরকারি চাল মাসুদের নিকট বিক্রি করেছেন বলে তিনি জানান। উপজেলা খাদ্য নিয়নন্ত্রক সাহাব উদ্দিন, কাবিখা প্রকল্পের ৪৮মে.টন চাল গুচ্ছগ্রামের মাঠি ভরাট কাজে বরাদ্ধের কথা বললেও নির্বাহী অফিসার বলছেন প্রকল্পটি কাবিখা নয় এটি বিশেষ বরাদ্ধ।

 

তাদের এ পরস্পর বিরোধি বক্তব্য নিয়ে সর্বত্র চলছে ব্যাপক সমালোচনা। প্রায় ২২লক্ষ টাকার ৪৮মে.টন সরকারি চাল ও ৬ মাস থেকে সরকারি চালের বস্তা বদলের সাথে জড়িতরা ধরা-ছোয়ার বাইরে থাকায় এ নিয়ে সর্বত্র চরম ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য, সরকারি এ চাল বিক্রির ঘটনায় সম্পত্তি বিভিন্ন সংবাদপত্র ও সামাজিক যোগাযোগে সংবাদ প্রকাশিত হলে এনিয়ে উপজেলার সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় উঠে।

 

 

 

আজকের স্বদেশ/জুয়েল

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2022 আজকের স্বদেশ
Design and developed By: Syl Service BD