স্বদেশ ডেস্ক::
ব্রাহ্মণবাড়িয়ায় সদরে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার বিকাল সাড়ে ৩টার উপজেলার মজলিশপুর ইউনিয়নের বড় বাকাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মধু বেগম (৭) বাকাইল গ্রামের নাথবাড়ির এলাকার মফিজ মিয়ার মেয়ে ও ইতি আক্তার (৮) একই এলাকার গোলাপ মিয়ার মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মধু ও ইতি প্রতিদিনের মতো একসঙ্গে খেলাধুলা করছিল। দুপুরের দিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজে পাচ্ছিল না। পরে বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে পুকুরে ওই দুই শিশুর লাশ ভাসতে দেখে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে মৃত ঘোষণা করেন।
মজলিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের দুজনকেই স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply