নিজস্ব প্রতিনিধি::
ছাতকের জাউয়া তপোবন কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। পিইসিতে উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় খিদ্রাকাপনের আমজাদ আলী এন্ড ব্রাদার্স’র পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন মাঠে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য শাহিন মিয়া তালুকদার ও শিক্ষক মনিরুজ্জামান সুইটের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উল্লাহ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খাঁন, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ছাতক প্রেস ক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, পাইগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজা মিয়া তালুকদার, গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজের প্রভাষক শাহ শফিকুল আলম মতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল, আমজাদ আলী এন্ড ব্রার্দাসের স্বত্বাধিকারী প্রবাসী ফারুক আহমদ, আমজাদ আলী, এসআই নূর মোহাম্মদ প্রমুখ। বক্তব্য রাখেন, খিদ্রাকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল মিয়া তালুকদার, তপোবন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রবাসী আর্শদ আলী শওকত, স্থানীয় আকবর আলী, লিলু মিয়া তালুকদার, শিক্ষক প্রভাংশু তালুকদার, নূরে আলম, পুলক তালুকদার, শিক্ষিকা সারজিনা আক্তার পাপলী, সাজিয়া আক্তার, হ্যাপী রাণী দাম প্রমুখ। পিইসিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী শাহী হুমায়রা নওরোজ, সাবিহা নিশাত ছামী, শফিকুল গণি, শুভদাশ জিত, এনামুল হক, এস তায়েফুল, বদরুল আমিন, রোবায়েত আদনান, আব্দুল্লাহ আল মামুন, তাসফিয়া রহমান মীম, সাইদা বেগম নাজিজা, মরিয়ম আক্তার মৌ, সানজিদা বেগম ইতি, লোকমান আহমদ, সুমাইয়া আক্তার, আরিফা ইয়াছমিন নুহা, উম্মে হাবিব ঐশী, তামান্না সিদ্দিকা মনিকে ক্রেষ্ট প্রদান করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী বায়েজিদ আহমদ জিহান, গীতা পাঠ করেন জয় সেনাপতি ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply