দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজারে পুলিশের হাতে এক সিএনজি চোর আটক করা হয়েছে। আটক কৃত ব্যাক্তি হলো ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়নের আন্দাইরগাঁও গ্রামের ওয়াছির আলীর পুত্র কুখ্যাত ছুর আঙ্গুর মিয়া(৩০), তার বিরুদ্বে ছাতক থানায় একাদিক ছুরির মামলা রয়েছে।
পুলিশ সুত্রে জানা যানায় গত ১১এপ্রিল রাতে দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো.সুনু মিয়ার বাড়ির গাড়ি রাখার ঘর থেকে একটি নিএজি ছুরি করে নিয়ে যায়। সুনু মিয়ার অভিযোগের ভিত্তিতে, মোবাইল ফোনের ট্রেকিংএর মাধ্যমে সিলেট ওসমানি মেডিকেলের সামন থেকে দোয়ারা থানার এস আই সাইদুর রহমান আঙ্গুরকে আটক করেন। রবিবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এব্যপারে দোয়ারা থানার এম আই সাইদুর রহমান বলেন, সে দীর্ঘ দিন ধরে সিএনজি চুরি করে আসছে এমন কি তার বিরুদ্ধে ছাতক থানায় একাদিক ছুরির মামলাও রয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply