আজকের স্বদেশ ডেস্ক::
চাঁদপুরের কচুয়ায় বৈশাখী মেলার নামে একদল যুবক জুয়া খেলার আয়োজন করলে পুলিশের এসআই মো. মাহবুবুর রহমান বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়াড়িরা তার মাথায় গ্লাস ছুড়ে মারে। এসময় তার মাথা ফেটে তিনি মারাত্মক আহত হন।মাহবুবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১১নং দক্ষিণ গুহাট ইউনিয়নের নাউপুরা বাজার সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মমিনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নাউপুরা বাজার সংলগ্ন মাঠে প্রতি বছর বৈশাখী মেলার আয়োজন করে স্থানীয় লোকজন। মেলায় একদল উশৃঙ্খল যুবক জুয়ার আয়োজন করলে দায়িত্বরত এসআই মাহবুবুর রহমান বাধা দিলে ক্ষিপ্ত হয়ে জুয়াড়িরা শরবতের দোকান থেকে গ্লাস নিয়ে তার মাথায় ছুঁড়ে মারে। এতে তার মাথা ফেটে যায়।
আটক ইউপি সদস্য মো. আব্দুল মমিন জানান, আমি পুলিশের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রতি বছর নাউপুরা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. হামিদ মিয়া, সাধারণ সম্পাদক সেকান্দর আলীসহ এলাকার কয়েকজন প্রভাবশালী এ মেলার আয়োজন করে থাকেন।
কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, হামলাকারীদের শনাক্তের জন্য ইউপি সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় কচুয়া থানায় মামলা হবে। মামলার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।