আজকের স্বদেশ ডেস্ক::
টঙ্গীর নতুন বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ সময় আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নামতে গিয়ে ১০ যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৭টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকায় আসা মাত্রই সামনের বগির চাকা খুলে গিয়ে লাইনচ্যুত হয়। পরে বিকট শব্দ ও আগুন দেখে চালক ট্রেন বন্ধ করে দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির পুলিশ জানান, ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply