মোঃ আবুল কালাম জাকারিয়া::
সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ৩ টায় প্রেসসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি অঞ্জন পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরীর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্মানিত সদস্য মোঃ ওয়ালী উল্লাহ সরকার,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সম্মানিত সদস্য শেরে আলম শেরু,সহঃসেক্রেটারী নিজামনূর,অর্থ সম্পাদক আখতারুজ্জামান তাং,দিলআহমেদ,আবুল কালাম জাকারিয়া প্রমুখ।
বক্তারা প্রেসক্লাব সংক্রান্ত আলোচনার পাশাপাশি আগামি বৈশাখে যাতে কৃষকের ধান কৃষকের ঘরে তুলতে পারে সেদিকে সুনজরসহ বাঁধের প্রতি নজর রাখার পরামর্শ দেন তারা। সাথে বেপারীর বিষয়ে এখনো কৃষকগণ হতাশায় আছেন। ধান পাকতেছে কাটাও লাগছে কিন্তু ধান কাটার লোক মিলছেনা! তাই তারা মনে করেন এসময় বালু,পাথর উত্তুলন বন্ধ রেখে ধান কাটা জরুরী। কারণ বালু,পাথর পরে তুললে কোন সমস্যা নাই।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।