আজকের স্বদেশ ডেস্ক::
বংশগত ভাবেই ক্রিকেট টা খান পরিবারের সাথে মিশে আছে। সাইফ আলি খানের পিতামহ অর্থাৎ তৈমুরের প্রপিতামহ ইফতেখার আলি খান ছিলেন এমন একজন ক্রিকেটার যিনি ইংল্যান্ড ও ভারত দুই দেশের হয়েই টেস্ট খেলেছেন। তাছাড়া তৈমুরের পিতা মহকে ভারতের অন্যতম অধিনায়ক বলা হয়।
আর তৈমুরের বাবা- মায়ের জনপ্রিয়তার কথা তো সবার সামনেই। তাই স্বাভবিক ভাবেই ছোট্ট ছেলের জন্য দুইটি পথই খোলা আছে যদিও মা কারিনার ইচ্ছা ছেলে ক্রিকেটারই হোক।
এই বিষয়ে দু'বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী কারিনা বলেন,‘তৈমুরকে আমি একজন ক্রিকেটার হিসেবে দেখতে চাই। তার জিনে অভিনযয় এবং ক্রিকেট উভযয়ই আছে। তার পিতামহ টিঘার পাতোদি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন, তবে তার মা, বাবা ও মা বলিউডের অন্তর্গত।’
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।