আজকের স্বদেশ ডেস্ক::
সেই জয়ের ১৬ বছর পার হয়ে গেছে। কিন্তু তখন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির উদযাপনের ধরণ নিয়ে আলোচিত এখনও হয় আর সমালোচনাও। অধিনায়ক হয়ে এভাবে জার্সি খুলে ফেলা কতটুকু শালীন? তবে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের উত্তেজনার কারণে সেটি এড়িয়ে যান। ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর সেই জয়ের পর লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উড়িয়ে ছিলেন গাঙ্গুলি। এবার ইংল্যান্ডেই বসছে বিশ্বকাপের আসর। আর ভারত যদি শিরোপা জিতে তাহলে অধিনায়ক বিরাটের উদযাপনটাও তেমন চাচ্ছেন গাঙ্গুলি। ইঙ্গিত তেমনটাই দিলেন।
প্রশ্ন ছিল বিশ্বকাপ জিতলে কী করবেন বিরাট? উত্তরে সৌরভ গাঙ্গুলি বলেন, “আমি জানি না, সেদিন ঠিক করেছিলাম না ভুল করেছিলাম। তবে আমি এখনই নিশ্চিত করে বলতে পারি যে, যদি ২০১৯ সালে লর্ডসে ভারত বিশ্বকাপ জিতে, তাহলে বিশ্বকাপ ট্রফি নিয়ে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বিরাট জার্সি খুলে উড়িয়ে হেঁটে বেড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না। ২০০২ সালে আমি এত মোটা ছিলাম না, আর বিরাটের তো সিক্স প্যাক রয়েছে।”
সৌরভের এই বার্তার প্রত্যুত্তরে মজা করে বিরাট বলেন, “শুধু আমি একা নই, দলে কিন্তু অনেকেরই সিক্স প্যাক রয়েছে।”
সাথে সাথে হেসে উঠেন গাঙ্গুলি। বলেন, “আমি নিশ্চিত বিরাট জার্সি খুলে উড়ালে ওকে নকল করবে হার্দিক পান্ডিয়া।”
সৌরভের এই মন্তব্যে অবশ্য ১২০ শতাংশ নিশ্চিয়তা দেন বিরাট। সাথে সেই তালিকায় জশপ্রীত বুমরাকেও জুড়ে দেন কোহলি।
সাথে কোচ রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণকে এই ধরণের আবেগে ভাসা থেকে সাবধান করে দিয়েছেন সৌরভ। কারণটা অবশ্যই তাঁদের শারীরিক গঠন!
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply