1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যে কারনে দেশের জনগণ আবারো দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়— নবীগঞ্জে এড.মুজিবুর রহমান কাজল জাহাঙ্গীরনগর ও সুরমা ইউনিয়নে রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর করলেন পীর মিসবাহ্ এমপি জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরাজয়ের ভয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে সংবিধানের দোহাই দিচ্ছে————প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ জগন্নাথপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত দশ বছর আমি মানুষের উন্নয়নে কাজ করেছি………………………..পীর মিসবাহ্ কোম্পানীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত কানাইঘাট থানা পুলিশের অভিযানে ৩৯ বস্তা ভারতীয় চিনি সহ এক চোরাকারবারী গ্রেফতার কোম্পানীগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শিক্ষিকা কে পিএসসি ২০১৫ ব্যাচের সংবর্ধনা সুনামগঞ্জে মেরিট একাডেমি এন্ড হাইস্কুলের উন্নয়নে তিন লাখ টাকা প্রদানের ঘোষণা দিলেন মুকুট

মফস্বলে আলো ছড়াচ্ছে গোরারাই ওয়াহেদ সিদ্দিক উচ্চ বিদ্যালয়

  • আপডেটের সময় : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৬১৭ বার নিউজটি শেয়ার হয়েছে

মোঃ বায়েজিদ  হোসেন::

মৌলভীবাজার সদর উপজেলার মফস্বলের একটি স্কুল গোরারাই ওয়াহেদ সিদ্দিক উচ্চ বিদ্যালয় ৷ গত ৩৬ বছর যাবৎ মফস্বলের এ বিদ্যালয়টি  শিক্ষা বিস্তারে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে ৷

১৯৮১ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বর্তমানে মৌলভীবাজার জেলার অন্যতম সেরা স্কুলে রুপ নিয়েছে ৷ প্রায় সম্পুর্ণ ডিজিটাল বিদ্যালয়টি তে রয়েছে নয়টি মাল্টিমিডিয়া ক্লাসরুম , সুসজ্জিত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব,লাইব্রেরী,টির্চার’স রুম,বিজ্ঞানাগার,মসজিদ,বিজ্ঞনাগার, অডিটেরিয়াম ,পরিছন্ন স্বাস্হ্য সন্মত টয়লেট, আবাসিক শিক্ষকদের জন্য থাকার ব্যবস্থা ও একটি বিশাল খেলার মাঠ, ছাত্রছাত্রীদের মাঝে জাতীয় চেতনার বীজ বপন করার জন্য রয়েছে শহীদ মিনার , স্কুল মাঠ সংলগ্ন ফুল বাগান ৷
সুশিক্ষার জন্য উন্নত পরিবেশের পাশাপাশি অত্র এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপুর্ন ভুমিকা পালনকারী  এ বিদ্যালয়টিতে ১১ জন এমপিও ভুক্ত শিক্ষক সহ মোট ১৮ জন শিক্ষক শিক্ষিকা এ বিদ্যালয়ের প্রায় ৯৫০ জন ছাত্রছাত্রীর মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছেন ৷ এ বিদ্যালয়ের জেএসসি এবং এসএসসি তে গড় পাশেরর হার ৯০-৯৫% ৷ পাশের হারের পাশাপাশি এ প্লাস প্রাপ্তির ক্ষেত্রেও এটি মৌলভীবাজারের অন্যতম সেরা স্কুল ৷
লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা,বিতর্ক প্রতিযোগিতা , বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ গ্রহন করে সুনাম অর্জন করেছে এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৷ ছাত্রছাত্রীদের পড়াশুনায়  মনোযোগী করতে বিগত ২৫ বছর যাবৎ প্রতিটি ক্লাসের ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের জাহীর চৌধুরী ও মুনির চৌধুরী মেধা বৃত্তি প্রদান করে আসছে ৷
একটি দক্ষ পরিচালনা পরিষদের মাধ্যমে এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে পরিচালিত বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে বিশেষ সুনাম অর্জন করেছে ৷
তবে বেশ কিছু সীমাবদ্ধতার কারনে আরো উন্নত শিক্ষা সেবা দিতে পারছেন না বলে জানান বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী ৷ তিনি জানান বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা অনুঃপাতে  শিক্ষক শিক্ষিকার সংকট রয়েছে ৷ সুসজ্জিত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার  ল্যাব থাকলেও নেই কোন স্হায়ী কম্পিউটার শিক্ষক ৷ রয়েছে শ্রেণী কক্ষের  ও সংকটও ৷
বিজ্ঞানাগারে যন্ত্রপাতি ও রাসায়নিকের সংকট , লাইব্রেরী তে পর্যাপ্ত বই নেই ,আবাসিক শিক্ষকদের জন্য থাকার জায়গার সংকট রয়েছে ৷ যে সকল সীমাবদ্ধতা রয়েছে তা দুর করা সম্ভব হলে আরো উন্নত শিক্ষা সেবা প্রদান করতে পারবেন বলে তিনি আজকের স্বদেশকে জানান ৷ বিদ্যালয়ের সীমাবদ্ধতা দুর করার জন্য জেলা শিক্ষা অফিসার এবং শিক্ষা মন্ত্রনালয়ের  সুদৃষ্টি কামনা করেন বিদ্যালয় কতৃপক্ষ ৷

আজকের স্বদেশ/জিএস/জুয়েল

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2022 আজকের স্বদেশ
Design and developed By: Syl Service BD