
মোঃ বায়েজিদ হোসেন::
মৌলভীবাজার সদর উপজেলার মফস্বলের একটি স্কুল গোরারাই ওয়াহেদ সিদ্দিক উচ্চ বিদ্যালয় ৷ গত ৩৬ বছর যাবৎ মফস্বলের এ বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে ৷
১৯৮১ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বর্তমানে মৌলভীবাজার জেলার অন্যতম সেরা স্কুলে রুপ নিয়েছে ৷ প্রায় সম্পুর্ণ ডিজিটাল বিদ্যালয়টি তে রয়েছে নয়টি মাল্টিমিডিয়া ক্লাসরুম , সুসজ্জিত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব,লাইব্রেরী,টির্চার’স রুম,বিজ্ঞানাগার,মসজিদ,বিজ্ঞনাগার, অডিটেরিয়াম ,পরিছন্ন স্বাস্হ্য সন্মত টয়লেট, আবাসিক শিক্ষকদের জন্য থাকার ব্যবস্থা ও একটি বিশাল খেলার মাঠ, ছাত্রছাত্রীদের মাঝে জাতীয় চেতনার বীজ বপন করার জন্য রয়েছে শহীদ মিনার , স্কুল মাঠ সংলগ্ন ফুল বাগান ৷
সুশিক্ষার জন্য উন্নত পরিবেশের পাশাপাশি অত্র এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপুর্ন ভুমিকা পালনকারী এ বিদ্যালয়টিতে ১১ জন এমপিও ভুক্ত শিক্ষক সহ মোট ১৮ জন শিক্ষক শিক্ষিকা এ বিদ্যালয়ের প্রায় ৯৫০ জন ছাত্রছাত্রীর মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছেন ৷ এ বিদ্যালয়ের জেএসসি এবং এসএসসি তে গড় পাশেরর হার ৯০-৯৫% ৷ পাশের হারের পাশাপাশি এ প্লাস প্রাপ্তির ক্ষেত্রেও এটি মৌলভীবাজারের অন্যতম সেরা স্কুল ৷
লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা,বিতর্ক প্রতিযোগিতা , বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ গ্রহন করে সুনাম অর্জন করেছে এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৷ ছাত্রছাত্রীদের পড়াশুনায় মনোযোগী করতে বিগত ২৫ বছর যাবৎ প্রতিটি ক্লাসের ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের জাহীর চৌধুরী ও মুনির চৌধুরী মেধা বৃত্তি প্রদান করে আসছে ৷
একটি দক্ষ পরিচালনা পরিষদের মাধ্যমে এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে পরিচালিত বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে বিশেষ সুনাম অর্জন করেছে ৷
তবে বেশ কিছু সীমাবদ্ধতার কারনে আরো উন্নত শিক্ষা সেবা দিতে পারছেন না বলে জানান বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী ৷ তিনি জানান বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা অনুঃপাতে শিক্ষক শিক্ষিকার সংকট রয়েছে ৷ সুসজ্জিত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থাকলেও নেই কোন স্হায়ী কম্পিউটার শিক্ষক ৷ রয়েছে শ্রেণী কক্ষের ও সংকটও ৷
বিজ্ঞানাগারে যন্ত্রপাতি ও রাসায়নিকের সংকট , লাইব্রেরী তে পর্যাপ্ত বই নেই ,আবাসিক শিক্ষকদের জন্য থাকার জায়গার সংকট রয়েছে ৷ যে সকল সীমাবদ্ধতা রয়েছে তা দুর করা সম্ভব হলে আরো উন্নত শিক্ষা সেবা প্রদান করতে পারবেন বলে তিনি আজকের স্বদেশকে জানান ৷ বিদ্যালয়ের সীমাবদ্ধতা দুর করার জন্য জেলা শিক্ষা অফিসার এবং শিক্ষা মন্ত্রনালয়ের সুদৃষ্টি কামনা করেন বিদ্যালয় কতৃপক্ষ ৷
Leave a Reply