ফজলুল করিম সুমন:
আর নয় অপেক্ষা আওয়াজ তুলুন একসাথে ধর্ষণ এর বিচার একমাত্র মৃত্যুদন্ডের দাবীতে’ সিলেটের শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল শনিবার বিকাল ০৩ ঘটিকায় সিলেট বাসীর উদ্যেগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে স্কুল,কলেজ,ভার্সিটির সকল শিক্ষার্থী সহ রক্তের সন্ধানে রক্তযোদ্ধা গ্রুপ অব বাংলাদেশ,আলো ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন,স্বার্থহীন সমাজ কল্যান সংস্থা,”FC Foundation এফ সি ফাউন্ডেশন”, মরহুমা রাহেলা মানব কল্যান সংস্থা,বোষ্টার্স বাংলাদেশ, ইচ্ছাপূরণ সামাজিক সংগঠন,মানবকল্যাণ ফাউন্ডেশন “বড়লেখা”, রক্তাশ্রয়ী ব্লাড ডোনেটিং এন্ড হেল্থ কেয়ার, ইটাউরী আইডিয়াল ব্লাড ব্যাংক, বড়লেখা, ইয়ূথ-স্টাফ সিলেট, বিডি ক্লিন-সিলেট, বন্ধন ভলান্টিয়ার গ্রুপ সিলেট, রক্তাঙ্গন, উদ্ধীপ্ত, ইয়্যুথ সোসাইটি অব দিনারপুর, নবীগঞ্জ, ফিমেল ওয়েল ফেয়ার এসোসিয়েশন, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব, ত্রিভুজ ফাউন্ডেশন, সিলেট,ইউনিট সোশ্যাল অর্গানাইজেশন- ইউএসও, স্বপ্ন রক্তদান ও সমাজ কল্যান ফাউন্ডেশন, ওয়েলফেয়ার অব হিউমিনিটি সিলেট, আলোর সন্ধানে শমশের নগর, মরহুম-ছাব্বির হোসেন রনি’স্মৃতি পরিষদ, ঘাসিটুলা সিলেট, লিও ক্লাব অব সিলেট, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস, ক্রিয়েটিভ সোস্যাল অর্গানাইজেশন, সপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ, ব্লাড ডোনার ইনফরমেশন অব বাংলাদেশ, বিএনসিসি এমসি কলেজ, রোটারেক্ট ক্লাব অব সিলেট এমসি কলেজ, প্রথম আলো বন্ধুসভা এমসি কলেজ, টুরিষ্ট ক্লাব অব এমসি কলেজ, সিলেট ফ্রিডম ক্লাব, দেশ থিয়েটার, আলোছায়া সংস্কৃতি ক্লাব, আতার্জাতিক মানবাধিকার সংস্থা (Human Rights Review Society -HRRS), ব্লাড ফ্যামেলী কানাইঘাট, Road to Humanity, ব্লাড ডোনেশন বাংলাদেশ, ওয়াফ টিম সিলেট ব্রাঞ্চ, গোলাপগঞ্জ হকি ক্লাব, ফ্রেন্ডস পাওয়ার স্পোর্টিং ক্লাব, প্রেরণা ৭১ সিলেট, বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট, সিলেট ইউনিট,স্বপ্ন সমাজ কল্যাণ সংঘ, Work For Awake Foundation (WAF), রুরাল টু আরবান, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব, Road To Humanity, চেইজ বিগেন্স, স্বাধীন ধারা সিলেট, বাঘা সোশ্যালঅর্গানাইজেশন, সৎ পুরের হিলফুল ফুজুল, শুদ্ধ সোস্যাল অর্গানাইজেশন সহ ৮০ টি সেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply