1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
হেড লাইন
জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের বৃক্ষ রোপণ শান্তিগঞ্জে প্রভাবশালীর হামলায় যুবক নিহত, সংকটাপন্ন নিহতের ভাই, গ্রেফতার ২ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ সাত্তার মতবিনিময় জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট শান্তিগঞ্জে যৌথ অভিযানে ৬৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ড.ইউনুস ও তারেক রহমানের সাক্ষাৎ হবে দেশবাসীর জন্য একটি ইতিবাচক পদক্ষেপ : কলিম উদ্দিন মিলন সিলেট বিভাগে ৮৩ পশু কোরবানি করল আস-সুন্নাহ ফাউন্ডেশন জগন্নাথপুরে আর- রাহমান হাফিজিয়া মাদরাসা মইজপুর এর উদ্বোধন, দ্বীনি শিক্ষা অজর্ন মুসলমানদের নৈতিক দায়িত্ব- সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাদা পাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু কানাইঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন পুণরায় নিজাম সভাপতি- মাহবুব সম্পাদক

ওরা কারা? যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই থানায় কোনো অভিযোগ নেই

  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ৮২৭ শেয়ার হয়েছে

সেই নিরপরাধ কৃষক পরিবারের উপর গভীর রাতে চলে সন্ত্রাসী তাণ্ডব!!

বিশেষ প্রতিনিধিঃ

নবীগঞ্জে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পুলিশ পরিচয় দিয়ে আতংক সৃষ্টি করে অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় চরম আতংক উদ্বেগ উৎকন্ঠায় দিনযাপন করছে একটি পরিবার। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল পানিউমদা পুর্বপাড়া গ্রামে।

 

নির্যাতনের শিকার এ কৃষক পরিবার সূত্রে জানা যায়,নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়মের পানিউমদা পূর্বপাড়া গ্রামের কৃষক আব্দুল মতিন মিয়ার বাড়িতে কৃষক সুজন মিয়া জানান, গত শুক্রবার দিবাগত রাত অনুমান ১ টা ৫০ মিনিটের  দিকে যখন তারা বিভোর ঘুমন্ত অবস্থায় ঘরের দরজার মধ্যে কে বা কারা সজোরে ধাক্কা ও দরজা খোলে দেয়ার জন্য বললে ওই পরিবারের লোকজন ঘুম থেকে জেগে উঠেন। পরিবারের লোকজন ডাকাত ভেবে দরজা খোলতে দেড়ি করলে দরজার উপাস থেকে সজোরে ধাক্কা মেরে ঘরে প্রবেশ করে একদল লোক।

তিনি আরো জানায়, সেসময় লোকেরা তাদের পুলিশ সদস্য বলে পরিচয় দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এসময় পুলিশ পরিচয়দারী লোকজন সদ্য প্রবাস ফেরত আমার ভাই খোকন মিয়াকে খুঁজে, তখন সে বাড়িতে নেই বললে তারা নানা ভয়ভীতি দেখায় সেসময় ঘরের লোকজন চিৎকার চেঁচামেচি করলে পাশের বাড়ি লোকজন মতিন মিয়ার বাড়িতে আসার চেষ্টা করলে পুলিশ পরিচয়দারীদের সঙ্গে আসা একই গ্রামের আলাল মিয়ার পুত্র চুনু মিয়া তাদের বাধা প্রদান করে এখানে আসতে না করেন।

পরে স্থানীয় লোকজন জড়ো হতে থাকলে পুলিশ পরিচয়দারী লোকজন চলে যায়। সুজন মিয়া বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের জানমালের নিরাপত্তা নাই।

 

পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান বলেন,ঘটনার সংবাদ শুনে আমি থানায় যোগাযোগ করলে সোর্সের ভুল তথ্যে মতিন মিয়ার বাড়িতে অভিযান চালায় বলে ভুল স্বীকার করেন।

 

 

তবে এবিষয়ে নবীগঞ্জ থানার ওসি(তদন্ত) হাবিবুর রহমান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে উড়িয়ে দিয়ে বলেন, এবিষয়ে আমি অবগত নই।

 

আজকের স্বদেশ/জিএস/জুয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD