আজকের স্বদেশ ডেস্ক::
মায়ের পছন্দের সাদা গোলাপই বিয়ের সাজসজ্জায় ব্যবহারের জন্য বেছে নিলেন ব্রিটেনের রাজকুমার হ্যারি। সাদা গোলাপ বরাবরই খুব প্রিয় ছিল মা লেডি ডায়ানার।
জানা গেছে, সাদা গোলাপ ছাড়াও পিওনিজ এবং ফক্সগ্লোভের মতো ফুলও সেখানে থাকবে, যেগুলো মে মাসেই সাধারণত ফুটে থাকে। এই ফুলগুলো রাখার ব্যাপারে হবু পাত্রী মেগানই বেশি জোর করেছেন বলে রাজপরিবার সূত্রে খবর মিলেছে।
আগামী ১৯ মে বিয়ের দিন ঠিক হয়েছে রাজকুমার হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের। উইন্ডসর প্রাসাদের সেন্ট জর্জ চ্যাপেলে হবে বিয়ের অনুষ্ঠান। এরপর একটি সুদৃশ্য ঘোড়ার গাড়িতে শহর পরিক্রমা করবেন নবদম্পতি। তারপর সন্ধ্যায় সেন্ট জর্জ হলে রিসেপশন পার্টির ব্যবস্থা করেছেন হ্যারির বাবা যুবরাজ চার্লস।
সাদা গোলাপ বরাবরই খুব প্রিয় ছিল লেডি ডায়ানার
বিয়ের সাজসজ্জার দায়িত্বে থাকা ফ্লোরাল ডিজাইনার ফিলিপা ক্র্যাডক জানিয়েছেন, ফুল বাছার ক্ষেত্রে হবু দম্পতি তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। পুরো বিষয়টির তদারকি খুব মন দিয়ে কিন্তু বেশ মজার ছলেই করছেন হ্যারি-মেগান বলে জানিয়েছেন।
ফিলিপা জানান, সেন্ট জর্জ চ্যাপেলের ঠিক যেখানে হ্যারি-মেগানের বিয়ে হবে, সেখানে ফুলের তৈরি বিশেষ ঝালর লাগানো হবে। একই রকম ঝালর থাকবে সেন্ট জর্জ হল-এ। শুধু অন্দরের সজ্জাই নয়, এই রাজকীয় বিয়ের কেকও সাজানো থাকবে বিশেষ ফুল দিয়ে।
তবে সমস্ত ফুলই রাজপ্রাসাদের বাগান এবং উইন্ডসর গ্রেট পার্ক থেকে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ফিলিপা বলেছেন, ‘রাজকুমার হ্যারি এবং মেগান আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন বলে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি।’
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply